বচন স্বাদ
মোঃরুবেল
ওই না দেখ মধুর ঠুশি পুলোক কপোল ভরা
বচন ছলে ছড়ায় মধু মিত্র নয় তো ওঁরা।
যখন তুমি হাসছো খুবই অঢেল খুশি মনে,
দেখবে সুহৃৎ দেবে দেখা প্রত্যুষ -আঁধার ক্ষণে।
আসবে ঝেঁপে আষাঢ় যখন পাবে না তাঁর দেখা,
বিষদ ক্ষণে ছাড়বে তোমা এমন প্রিয় সখা।
বন্ধু বেশে চলে তবুও লুকায় তোমার ভুল,
সে যে বড় দুধের মাছি ধরবে না তাঁর কুল।
তিক্ত স্বাদে শোনায় যাঁরা সত্য কথার কলি,
করছো যাঁদের দারুণ হেলা তাঁরাই দর্পণ থলি।
কটু কথা তুলে যাঁরা তাঁরাই আপন মিত্র
শুধাও মনে আপন সনে পাবে সকল চিত্র।
তিক্ত বচন মিষ্ট স্বাধের শুধরে আপন সখা,
সালাম তোমায় সহস্র বার চাই গো তোমার দেখা।।