সকল মুক্ত প্রাণের স্বাধীন প্রিয় তরুণদের উদ্দেশ্যে উৎসর্গকৃত আমার কবিতা,
অক্ষরবৃত্ত ছন্দ, 5+5+6/7/8
সজীব প্রানের গান
মোঃ রুবেল
ওহে তরুণ তোমরাই, সেই বিধ্বংসি অরুণ;
এসো সেই নব উৎসাহে বিপ্লবী বরুণ;
অরুন্ধতীর প্রেম নিয়ে ও রণ সাজে সেজে,
প্রখর স্রোতে ভাসাও তরী মুক্ত জীবন বেজে!
স্রোতের মোড়ে যাবেরে বেকে জীবন তরীর পাল;
সাহসী সনে ঘূর্ণী হয়িয়া শক্তে ধরিও হাল।
নব উচ্ছ্বাসে, প্রলয় কন্ঠে গাহিও মুক্ত গান,
পাহাড়তুল্য বেড়ি ভাঙ্গিবে, তোমরাই সেই ইশান;
তরু চঞ্চল মনে ভেদিয়া অভ্র উচ্চে তোলে শীর;
তোমরাও সেই সজীব তরু ভাঙ্গিও অশুভ নীড়।
কঙ্কালমালিনী হয়িয়া ওগো সেজে দেও সমরাঙ্গন:
উদ্ধত হস্তে ভাঙ্গিয়া দিও মুখশি রাজার মুখ;
'
'নর বিদ্বেষ হনন করি, বৈরি করিও দূর'
অনিমা হয়ে এসো হে অখ্যাতজন ধরিও সাম্য সুর,
মর্ত জুড়িয়া নামবে যখন ধর্মের কণ্টক কাল;
পুষ্পক বাহি আসিও ওগো উড়িও স্রষ্টার মান
গির্জা, মসজিদ, মন্দির বাটে রাখিও পূত পদ,
'কবর তলে, চিতার শিষে, জলবে;ধর্মের চির জট'
আগ্রাসনের কণ্টক শালা সজ্জিত করো পুষ্প দ্বারা;
হে ঝঞ্ঝাক্ষুব্ধ উড়ন্ত দল, জাগবে প্রেমের সাড়া;
"সব সৃষ্টির কৃষ্ণ কুসুম, আসিবে তোমাতে বহে,
বিশ্বত্রাসের ঝঞ্ছনা তুমি, দুঃখ ঘুচাবে সহে"
'বিশ্বতোরণ তোমরা হে বীর' গাহি তোমাদের গান
থাকবেনা আর কঙ্কালদেহ গড়িবে চির দুর্জয়,
আকাশচারি বাজ থামিবে,যদি হও আগুয়ান
কাঁদবে না আর স্বজন সবে উড়িবে মুক্ত নিশান;
"হে তরুণ তোমরাই সেই বিধ্বংসি বরুণ"
তাই, গাহি চির উজ্জীবিত হে সজীব প্রাণের গান!