এ জীবন তিক্ত ভেলাই, কাটবে সারা সময় হেলা,
থাকতে আলো শিখলে ভালো মিষ্ট পথে ধরলে চলা।
হাওয়ার পাখি মিশলে হাওয়ায় পাবে কি আর নষ্ট ধরায়,
করলে কি আর নরের তরে আপন সুখে জীবন মজায়?
আঁধার রাতের ক্ষুদ্র জোনাই নাম লিখেছে অমর খাতায়,
দিচ্ছে আলো পচা ডোবায় অন্ধ রাতের দিক নিশানাই।
এমন সুবাস ছড়াও ধরায় মিটবে না তা আসলে বিলয়,
হইবে অমর জগৎ মায়ায় নাম রহিবে হিয়ার ছায়ায়।