আমি তো চাইনি হাজার কিছু, হাজার রকম হাসি
চাইনি আমি ফুলের বাগান,কষ্ট বুকে রাখি,
চাইনি তো আর পাহাড় ফুঁড়ে ঝর্ণা হয়ে ভাসি!
চাইনি আমি ছোট্টো ঘরে কপোল ভরা খুশি
চেয়েছি তাঁর নরম ছোঁয়া আমরা পাশাপাশি।
জোনাই ভরা ছোট্ট ঘরে চাঁদের আলো ম্লান হয়ে,
বইবে অধীর হাওয়া,
এক মুঠো সুখ কুড়াবো দুজন, বইঠা বয়ে ছুটবো মোরা
এইতো আমার চাওয়া।
অপূর্ণ নয় সকল আশা এইতো মুখোমুখি
তৃপ্ত চোখে দেখছে স্বপন হাজার খুকাখুকি।