যদি দিন যায়-যদি স্বপ্ন ফুরায়
যদি মৃত্যু এসে পন্ড করে দেয়
মরিচীকার এ মাতাল উৎসব;
যদি অন্ধ পথে পথিক কাঁদে
ভোরের চাতক পিপাসায়,
যদি বেদী ছেড়ে দেবী পালায়
যদি পূজোর ফুল লজ্জায় শুকায়,
যদি প্রেম নিয়ে যায় চিলে
যদি হিসেব না মিলে,
যদি জীবন ধূ-ধূ বিষ গিলে…..!
তখন কে তুমি প্রতীক্ষায়…?
স্মৃতির ছায়া মানুষ।