১
আমি আমার মতো
স্বপ্নীল দিগন্তের দূরত্বের প্রতিধ্বনি
অভিমানী আয়না থেকে পালিয়ে যাওয়া
ফেরারী প্রতিবিম্ব।
শিমুলতলী, গাজীপুর
১০-০৪-২০১৮ইং
২
মানুষ যতটুকু মানুষ
যতটুকু মুখ-যতটুকু মুখোশ
যতটুকু সম্পর্কের সর্বনাম,
স্বার্থের পাড় ভাঙা নদী
যতটুকু খায় সংসার ভিটেমাটি
চেতনার আদি-অন্ত ঠিকানা;
মানুষ যায়না চেনা
সারিবদ্ধ মুখোশের ধারাবাহিক অভিনয়ে।
শিমুলতলী, গাজীপুর
০৮-০৪-২০১৮ইং
৩
খুলে ফেলে গোলাপের কাঁটা
তুমি ভালবাসা হবে কবে?
বিবস্ত্র কথার সামাজিক অভিধানে
সংযোজিত বোধের মধুর ব্যাকরণে,
অকারন তৃষার – দগ্ধ চাঁদ সওদাগর
কেন পাবেনা খুঁজে তৃষ্ণা নেভানো জল;
কেন শুধুই কোলাহল, শব্দ দূষণের
সামাজিক হাটবাজার,
আজ ও আগামীর অকারণ বিজ্ঞাপণ
স্বপ্ন ক্ষুধার প্রতিবাদী মানুষের মিছিলে।
শিমুলতলী, গাজীপুর
০৭-০৪-২০১৮ইং
৪
পরিশিষ্ট শূণ্যতা-অবশিষ্ট ঘৃণার ব্যাকরণে
অকারন নিহত ভালবাসা
প্রতারিত বিস্ময়ের উদ্বৃত্ত আয়ু;
দুর্বৃত্তের হরিলুট; সংসার ভিটেমাটি
পূর্ব পুরুষের কবরের রক্ষিত হাঁড়-গোড়,
থাকেনা কিছুই, সময় যায়
চেনা মুখের অচেনা মুখোশ-বলে যায়
অজানা জীবনের কথা, রক্তাক্ত ক্ষরণে ক্ষরণে
বেদনার পাঁপড়ি বিণ্যাসে।
শিমুলতলী, গাজীপুর
১৩-০৪-২০১৮ইং
৫
থাকবেনা কোন কিছু
থাকবেনা আমি-তুমি’র দ্বন্দ্বের
বিতর্কের বিলাপ;
সন্ধ্যার ধ্রুবতারা যতটা দেখায় পথ
পথিকের পায়ে পায়ে
ঘরে না ফেরার-ফেরারী অভিমান;
স্বপ্নহীন শূণ্যতার অনিশ্চয়তার চোরাবালি
যতটা আশা, যতটা আশা’র গুঁড়েবালি;
মধুলোভী ভ্রমরার ডানায়-জীবনের সূর্য্ দীঘল ঘড়ি
যুবতী রাতের অন্ধকারে-তবু জোঁনাকী হয়ে
খুঁজে ফেরে কাকে?
শিমুলতলী, গাজীপুর
১৩-০৪-২০১৮ইং
৬
ত্রস্ত ব্যাকরণের
অর্থহীন ভাষার বিণ্যাস,
রক্তাক্ত শহীদ মিনারে- মানুষের ঘুমন্ত কবর,
অশেষের বিশেষ সীমায়
কে বা কারা মুখোশ ফেলে যায়;
ঘৃণা সংহারের- সামাজিক কারাগারে
অন্ধকারের ক্ষুধার্ত আহবানে।
শিমুলতলী, গাজীপুর
১৪-০৪-২০১৮ইং