আ-মর্ম উচ্ছ্বাস এই যেন-নক্ষত্রের পেয়ালায়
                                 সাজানো সময়,
আমাদের ভালবাসা- বিষন্নতার ধূসর দিগন্ত
                                  পেরিয়ে এসে
মুগ্ধতার রেণু মাখা –
অস্তিত্বের আলিঙ্গন;
বহমান নদীর ধারায় সূর্য নিভে গেলে
বোধিবৃক্ষের নীচে-রেখে যাবো তৃষ্ণার শরীর।

                      ২

স্বপ্ন প্রাঙ্গনে-কে তুমি
এমন পড়ন্ত বিকেলের রোদে
চারিদিকে জীবনের মত আলো
ধূসর সময়ের গভীরে আমায় যায় ডেকে;
সুদূরতার মৌন জংশনে
নিরন্তর যাই ভিজে
প্রতীক্ষার জলে।

                     ৩

এত মুগ্ধতা-জারুলের বনে প্রেম
রঙের প্লাবণে আ-মর্ম রঙিন আমি
তোমার ভালবাসায়,
তবু দ্বন্দ্ব আসে-ছিঁড়ে যায় নোঙর
আবেগের পালে অভিমানি হাওয়া
ভাসিয়ে নেয় কোথায় আমাকে,
ভাঙ্গে প্রেম-ভাঙ্গে স্বপ্ন
ভেঙ্গে যায় সাজানো সময়
মানুষ শেষে মানুষ-তৃষ্ণার শেষে তৃষ্ণা
মোহনার কাছাকাছি খুঁজে ফিরি নিজেকে।