সম্পর্কের সূতো
ভূল বুঝবার ধূলোবালি;
মানুষের অশ্রু ভেজা চোখ
ক্ষরিত আয়ু’র রক্তাভ অভিমান-
যে যায়-যে পথে যায়
সবটুকু হারানোর বেদনাগ্রস্ত মন,
মোহগ্রস্ত চোখের-ভেঙে যাওয়া রঙিন চশমা
বাস্তবতার সাদা-কালো দৃশ্যের নগ্নতার দর্শন,
যতটুকু অবশিষ্ট রাখে
হৃদয়ের স্নিগ্ধ আবেগ - সে আবেগে
কতটুকু ভালবাসা যায় - কাছে আসা যায়;
দ্বৈত হৃদয়ের নদী হয়ে
প্রবাহিত হওয়া যায় মোহনার খোঁজে।
শিমুলতলী, গাজীপুর
১০-০৫-২০১৮ইং