আমি কি যাবো
এমন বাদল দিনে
প্রতীক্ষার ঘর ভেঙে
স্নিগ্ধ কদমের ডালে
বিন্যস্ত পাপড়ির ভাবে-ভালবাসায়;
যতবার দেখি চেতনার রং
বোধের তৃষ্ণা খুঁড়ে খুঁড়ে-বেদনার মান-মন্দীর;
যতটুকু মানুষ, যতটুকু কষ্ঠিপাথরে-
মানুষ যায় চেনা;
সর্ম্পকের বেচাকেনা শেষে-
বেলা শেষের মোহনায়-
কেন খুঁজে যায় ঠিকানা।
২২/০৪/২০১৮
শিমুলতলী, গাজীপুর।