যতদূর যতটুকু দেখি- শুধু তোমাকেই দেখি
দশদিকের ধূসর দিগন্ত- হৃদয়ের সবুজ উপত্যকা
যে রূপে সাজায় তোমায়
নৈসর্গিক মহিমায়- তোমার তুলনা তুমি
আমি তো রূপের উপমা খোঁজা কবি
ঐ স্বপ্নবতী চোখে এসে- শূন্যতা ঘোচাই
তবু যত দূরে যাওনা তুমি
আমার সকল দৃষ্টিপাত
নেবে খুঁজে ঐ মায়াবী মুখ
ওষ্ঠের হাসি- আকাংখার তরল আগুন;
রংধনুর বিকেলের
সবটুকু সুষমা
আকন্ঠ করে যাবে পান।