ফিরে যাবো যদি
তোমার কাছ থেকে ফিরে যাবো যদি, শূণ্য হাতে
একদার নিঃস্ব জীবনে,
এই চোখ - এই ধূ-ধূ আবেগের বেলাভূমি
স্বপ্ন সুন্দরের দিকে চেয়ে চেয়ে
সাজাবে নির্ঘুম রাত;
চোখের ধূ-ধূ জল - সুদূরগামী নদী হয়ে
তোমায় যাবে ছুঁয়ে
স্পর্শের উল্কী আঁকা - আমাদের বিগত দিন
যদি স্বপ্ন কুঁড়ায় - অতিক্রান্ত পথের ধুলোয়;
আকাঙ্খার শরীরে ময়ূরী ঘুম হয়ে
মায়ার শিশিরে ভেজাবে পথ ঘাট।
কেন তবে ভালবাসা - কেন তবে কাছে আসা
পিপাসার ডানায় - স্মৃতি নিয়ে যদি যাবে ভেসে
করবে দূরত্বের সূচনা।
মানুষ কি কোন কিছু - যদি ভালবাসা না পায়
ভাবনা কি আর কোন কিছু - যদি বোঝানো না যায়
বাস্তবতার কড়াত কলে - কেটে যায় স্বপ্নের শরীর
ভেঙ্গে যায় যাবতীয় সুষমা;
এক জীবনের স্বপ্নের কথা - কে আর বোঝাতে পারে
সবাই তো ভূল বোঝে - দৃশ্য বিভ্রাটের দ্বন্দ নিয়ে
হেঁটে যায় - গোধূলীর দিকে।
- ২০০৮ ইং