চলে যাচ্ছো তুমি
রেলের হুইসেল - লাইন ম্যানের পতাকা
                     পেপার স্টলে
                     জমানো প্রতীক্ষা
                     সিগারেটের শেষ অংশ
                     পেয়ালার অবশিষ্ট চা।

চলে যাচ্ছো তুমি -
                      আকাশ জুড়ে বোমারু বিমানের
                      অমানবিক কুচকাওয়াজ
                      ফুলের পাশে একটি মৃত প্রজাপতি
                      কোন স্বাপ্নীক কবির অচিহ্নিত গন্তব্য।

চলে যাচ্ছো তুমি -
                      প্রান্তরের ধূ-ধূ নীরবতায়
                      কারো কান্নার প্রতিধ্বনি
                      মাটির অলিন্দ থেকে উপড়ে
                      ফেলা শেঁকড়ের করুণ চিৎকার।

চলে যাচ্ছো তুমি -
                     সন্ধ্যাকাশে মৃত তারার খবর  
                     মূহুর্তের মৃত্যুতে ভেঙ্গে পড়া জীবন
                     স্বপ্ন দৃশ্য থেকে উঠে আসা
                     স্বপ্নিক মানুষের সমুদয় পরাজয়।

চলে যাচ্ছো তুমি -
                     কালের বিবরে হারিয়ে যাওয়া মুখ
                     মুখোশের অন্তরালে প্রতিটি পবিত্র মানুষ
                     বৃষ্টি শেষে ঘাস ফড়িং এর ওড়াওড়ি
                     মায়াবি বিকেলে
                     মন খারাপ করা বিষন্নতা।
চলে যাচ্ছো তুমি -
                    স্বপ্ন আর সংঘাতের – বোধ আর ব্যবধানে
                    দৃশ্য বদলের ইতিহাস
                    ব্যর্থ মানুষের বেওয়ারিশ লাশ ঘিরে
                    সভ্যতার বিপর্যস্ত বিবেক;
                    মূল্যস্ফিতির যাতাকলে দিশেহারা মানুষ।

চলে যাচ্ছো তুমি -
                  মানুষের পাশে মানুষের নিঃসঙ্গতা
                  দূর্ভিক্ষের দিনে বেচে দেয়া প্রেম
                  স্বপ্নের কাঁধে স্বপ্নের শবযাত্রায়
                  সামরিক কুচকাওয়াজ
                  স্বৈর-শাসকের মানি ব্যাগে
                  ষোল কোটি কর্তীত জিভ
                                  সারের গুদামে কৃষকের মৃত দেহ।
চলে যাচ্ছো তুমি -
                 পর্ণো সিডিতে কোন রম্ভার গুরুস্তন
                 সোহাগের পতিত জমিতে প্রবাসী সময়
                 গ্লেসিয়ারের ধাক্কায় ডুবন্ত টাইটানিক
                B.M.W car এ আধুনিক প্রেমিকা
                রং বে-রঙের সো-পিসে সাজানো সময়
                জীবনের পেয়ালায় এক ফোঁটা বিষ
                                ব্যর্থতার ভূমি ধ্বসে পরাজিত প্রেম।

তবু চলে যাচ্ছো তুমি -
              তুমি চলে যাচ্ছো
                              গাঙচিল ভোরে
                              খুঁজবো কোথায়
                              আমার অনন্তকাল।

নারায়ণগঞ্জ
২০০৮

দুঃখিত- ভূল বশতঃ গতকাল আংশিক পোষ্ট দেওয়া হয়েছিল। আজ পূর্ণাঙ্গ কবিতাটি পোষ্ট করা হলো।