উড়ে যাও পাখি ফিরে যাও নীড়ে
ঝেড়ে ফেলো অভিমান।
ভেবোনা কখনো কে ছিলো আপন
ছিলো কোন পিছুটান।

কে ছিলো প্রণয়ে বাধিত হৃদয়
মিছে যত অবকাশ।
ছিঁড়ে ফেলো পাতা মুছে ফেলো সব
অযাচিত ইতিহাস।