তুমি এসো- শিশির হয়ে ভোরের স্নিগ্ধতায়
তুমি এসো- সন্ধ্যা-সাঁঝের গোধূলির মায়ায়।
তুমি এসো- জোছনা রাতের চাঁদ-সিতারার বেশে
তুমি এসো- প্রখর দুপু-রের সোনালী রেশে।
তুমি এসো- বাদলা দিনে ভিজিয়ে দিয়ে মন
তুমি এসো- প্রলয় দিনে মুছতে দু'নয়ন ।
তুমি এসো- সুখের দিনের আনন্দ হিসসায়।
তুমি এসো- বিষাদ কালের নীরব সান্তনায়।
হয়ত প্রীতি আছড়ে পড়ে বিবেক নদীর তীরে
তবুও তুমি এসো আমার ভগ্ন হৃদয় নীড়ে।