খুব রাতে যবে আকাশ দেখি
ছড়িয়ে আছে তারা,
এক তারকার ছুটে চলা আর
মিটিমিটি ভাব ধারা।
চাঁদ মামাটাও বড্ড রাগি
একলা একাই আছে।
এত তারাদের মাঝেও কেমন
সঙ্গীবিহীন বাঁচে।
ওই যে দুরে শুকতারাটা
হাসছে কেমন দেখো।
ছুটাছুটির আরাম আয়েশ
আনন্দ গায়ে মেখো।
কত বিস্তৃত আকাশ তবু
যেন একই সংসার
তুমি আমিও কাছাকাছি তবে
এই পাড় আর ওই পাড়।