আমি শেষ থেকেই তোমার প্রতি শুরুর শব্দ টানি,
মন থেকে মন মনান্তরে ভালোবাসা বুনি।
মরন কাপড় গায়ে পরে মরন খাটে শুয়ে,
ভালোবাসার প্রমাণ দেবো তোমার হৃদয় ছুঁয়ে।
আমি শব্দ গাঁথি মন সুতোতে কণ্ঠে উঠাই সুর,
তোমার নিয়ে চাই হারিয়ে যাইতে বহুদূর।
আমি শেষ নিঃশ্বাসেও মুখে রেখে বাঁকা হাসি
মন ভরিয়ে বলবো, 'প্রিয়! তোমায় ভালোবাসি'।