তবে কি সে কভু জেনেছে আমাকে
আমি তার কাছে কি চাই?
কি বাসনা কি কামনায় আমি
ছলনার পিছে লুকাই?

কত বাহানায় বড় করি রাত
বড় করি সংলাপ!
সে কি কভু তবে পায়নি আমাতে
প্রেম-প্রকৃতির ছাপ?

আমি তাতে করি সুখ অর্পণ
ভাগীদার হই দুঃখের।
শত ছলনার আড়ালে গিয়ে
আলাপ জমাই মনের।