তোমরা যারা হাত ছেড়েছ,
ঝুট বাহানায় মুখ ছুপেছো,
থেকো বহুত ভালো।
আমি না হয় গভীর রাতে,
ভাব জমাবো দুখের সাথে,
হয়ে জোনাকির আলো।
এই হৃদয়ের জলসাঘরে,
খুব বসেছ আসন গেড়ে,
দিইনি বারণ কোনো।
ছেড়ে-ই যখন যাবে আমায়,
ফেলবে ছুড়ে ভুল ঠিকানায়,
সঙ্গে নিলে কেন?