কত আয়োজনে মোরা হাতছানি দিই সুখপাখিকে।
কত বিহঙ্গের জাপটানো ডানায় বিদ্ধ করি তীর-ফলাকে।
ধরিত্রীর ধ্বংসের পায়তারায়ও কেউবা খুঁজে সামান্য সুখ।
প্রকৃতি গতিকে মন্থিয়েও খুঁজি প্রিয়-এর হাসিমাখা মুখ।

তবে কি!
সুখপাখি ধরা দেয় কোন বিপর্যয়ের ধ্বংসস্তূপে?
উৎপাটিত বিহঙ্গ-ভিটায় সুখ কি আসে নিম্নচাপে?
পর-হৃদয়ে বিষাদের বাধ-ভাঙ্গা এক ঢেউ উঠিয়ে!
কি আজব!
কি আজব!
পুলকের সূত্র খুঁজি বদদোয়াতে রঙ চটিয়ে!