প্রেম-কাতর অন্তরেতে
আসন পাতেন আর-রহমান
ভাব-অভাগার ভগ্ন মনের
বিষাদ মুছেন ওই মহীয়ান।
এই পৃথিবীর সবাই যখন
ত্যাগিয়াছে ঘৃণা ভরে
মালিক তখন কাছে টেনে
নিয়েছিলেন আপন করে।
বেলা শেষে যখন দেখি
কেউ কোথাও নাই আর পাশে
ঠিক তখনই হৃদয়-নদে
প্রভু প্রেমের জোয়ার ভাসে।
ধরা যখন নৃশংস হয়
অধিবাসী হয় মস্ত জালিম
আরশ থেকে প্রভু বলেন
আমি তোমার রব্বে কারীম।