তুমি যদি থাকতে আমার হৃদ মাকামে,
একটা আকাশ লিখে দিতাম তোমার নামে।
থাকতে যদি বাসতে ভালো একটু আমায়,
চাঁদটা এনে দিতাম তোমায় ঝুট বাহানায়।

একটা বারও বলতে যদি ভালোবাসি,
বলতাম প্রিয়, তোমার ছিলাম তোমার আছি।
একটু জায়গা দিতে যদি হৃদ কাননে,
একটা জীবন কাটিয়ে দিতাম আনমনে।

এই হৃদয়ে ভাব জমেছে তোমার সনে,
তোমায় ঘিরেই বাঁচার আশা এই জীবনে।
ফিরে এসে একটা বারও দেখতে যদি,
তোমার তরেই বয়ে গেছে প্রেমের নদী।