আমি জীবনকে অনেক কাছে থেকে দেখেছি।
দেখেছি অমাবস্যার গাঢ় অন্ধকার 
পূর্ণিমার উচ্ছ্বসিত আলো আঁধারির বিস্মিত মিলন।
দুঃখের সাথে সন্ধি করে বেঁচে থাকতে চেয়েছি। 
সুখপাখিকেও দূর থেকে হাতছানি দিয়েছি বারংবার।
প্রেয়সীর হৃদয়ে জোর করে জায়গা নেওয়ার সাধনাও করেছি।
অন্যদের ভীড় ঠেলে নিজের অবস্থান জানতে গিয়ে ব্যর্থ হয়েছি। 
অবশেষে হারিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। 
হারাতে গিয়ে দেখি কোন অস্তিত্বই ছিলো না আমার।