আমাকে হারালে, আপনি বড় ভুল করবেন,
গাদ্দারির খেলায় জয়ী হবেন হয়তো,
কিন্তু নিজের সাথে কীভাবে হারবেন?
যেদিন সন্ধ্যার স্নিগ্ধ আলোয়,
আপনার মন আমায় খুঁজবে উদাস হয়ে,
এপার-ওপার, দ্যুলোকে-ভূলোকে,
চাঁদ-তারার ভিড়ে, বাতাসের শব্দে।
যেদিন আনবেন ফেড়ে আকাশ,
আমার কায়ায় সাটানো এক ছেঁড়া-ফাটা নিখোঁজ বিজ্ঞপ্তি,
যেখানে অশ্রু-কালিতে লেখা থাকবে—
"হারিয়ে গেছি, কারণ পাইনি আপনার খোঁজ!"
আমি তখনো দাঁড়িয়ে থাকব,
মন জানালার এক কোণে—
অপেক্ষার ছায়ায়, প্রতীক্ষার বেদনায়,
হৃদয়ের প্রতিটি কোণে খুঁজে ফিরব আপনাকে।
যদি একটাবারও পেতাম,
তাহলে হারিয়ে যেতাম না...