চৈত্রে কেহ বিলিয়েছে আপনাকে, কুড়িয়েছে মমতা,
বেঁধেছে মায়ার ডোর।
এই ডোরে আপন হইয়াছে সেই,
যাকে বসুন্ধরায় বাঁধতে চেয়েছিলো
কতশত মহামানব।
শতাব্দীর শ্রেষ্ঠ রূপকথার রাজাও
হার মেনেছে যার ছলনার বিষ(!) ফোঁড়নে!
তবে কি সে মায়াতে আটকাতে চায়না?
কিসে আটকানো যায় তাঁকে?
বিত্তবৈভবের মোহে সেকি ধরা দিবে,
লালসার দুর্বিপাকে?
নাকি সেথা বসেছে লাম্পট্যের আসর?
জানুর পরিমাপে পরাস্ত করতে চায় কি সে প্রেমিকাসমকে?
যোগফলে সে একজন শৈল্পিক বহুরুপী,
প্রেমের হাটের প্রতারিকা,
হৃদয় ঘরের দক্ষ দুরাচারীনী।