এই তল্লাটের অযাচিত মায়ায় বাধিয়াছে যাকে যে
সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে সে
মায়ার কিমত চুকাতে গিয়ে হারিয়েছে মূলধন।
এ যেন ভববাজারের রঙ্গমঞ্চে
এক অদ্ভুত লোকসানি কারবার।
তবুও প্রতিনিয়ত নিজেকে আটকায়
অগণিত ভাবপিয়াসী
বিনিয়োগে বিপন্ন হওয়ার অজানা আকর্ষণে
ছুটছে ছুটেই চলছে।