কে আছে অগ্রাণে প্রণয় বাধিতে ছেড়েছে মায়া
ছেড়েছে আপনজন ত্যাগিয়াছে বাপের ভিটে
পেয়েছে সে?
যাকে খুঁজেছে এই তল্লাট উলটপালট করে,
ছোঁয়া পেতে যার ব্যাকুল হৃদয়ে সকাল হতে রাত অব্ধি
উদ্ভ্রান্তের ন্যায় এপার ওপার,
এই শহরের প্রতিটা অলিগলি যার পদচিহ্নের ভারে বিরক্ত হয়েছে,
বৈদ্যুতিক খুটিতে ঝুলে থাকা এলোমেলো তারগুলো
যাকে দিয়েছে পরিপাটি হওয়ার দীক্ষা।
তবুও তো সে দিনশেষে খালি হাতে রিক্ত হস্তে।