এই শহরের প্রবেশ দ্বারে হোঁচট খেয়ে ভেবেছিলাম,
হয়ত মায়া আমাকে সাদরে নিচ্ছে গ্রহণ করে।
করছে ভালোবাসার জালে বন্দি।

দিনশেষে সন্ধ্যার আলো আধারীতে তোমার হারিয়ে যাওয়ার আবছায়া দেখে ভুল ভাঙলো।
করে নিলাম জোনাকির সাথে সন্ধি।