এই শহরের তীব্র গরম,
রোদ্রে পোড়া কালচে ললাট।
ভেতর পোড়া ভোটকা গন্ধে
আটকা লাগে বিস্তৃত মাঠ।

শ্রমিক-দেহের ভেদ ছেদিয়া
যাচ্ছে উবে গ্রীষ্ম তাপ।
বৈশাখের ঐ ভর দুপুরের
তপ্ত হাওয়ায় নিম্ন চাপ।

এইতো ভালোই লাগছে ভালোই
চলছে মোদের নিত্যদিন।
অলস বিকেল নিরস গড়ায়
বাজে না হৃদয়ে সুখের বীণ।
বিকেল-গোধূলি-সন্ধ্যা-রজনী
যায় পেরিয়ে গভীর রাত।
কাল বিরহে আটকে গেছে
তপন সমেত সুপ্রভাত।