আমি লক্ষ্য করেছিলাম মন ভাঙা কিছু মানুষের প্রিয় মানুষের কাছে আকুতি,
প্রথম প্রথম মন ভেঙেছে তা তো নয়,
তবু কেন যে এত কাকুতি মিনতি, মানুষের কাছে নতুন পরিচয়।
যদি বলো এ প্রশ্ন অবান্তর, ব্যাথিত মন আর কিসে দিবে সাড়া,
তবুও কেন যে পথ দেখায়,
যেন লক্ষ্য ঠিক করে দিতে চায়, মিটিমিটি জ্বলে থাকা আকাশপথের তারা।