ভোর রাতে একজন রোগী এসেছে স্যার
পড়ে রয়েছে বারান্দায়
সে সময় থেকে কেউ দেখিনি তার
মরতে বসেছে বুঝি ঠান্ডায়।।
রাতের আধারে কারা জানি তারে
মেরেছে পেটে ছুরি
পেটের চামড়া ভেদ করে
বেরিয়ে এসেছে ভুড়ি।।
রক্ত ক্ষরণে প্রাণ যায় যায়
যুদ্ধ করছে জীবন
নিরুপায় আমি ছটফটে মন
চিনেছি কাল ভুবন।।
চিকিৎসার কোন কমতি
রাখিনি স্যার আমি
ব্যবস্থাপত্র ভর্তি করেছি
জ্ঞানে যতটুকু জানি।।
কাগজ কলমে কোন কমতি রাখিনি স্যার
আমি নতুন ডাক্তার
স্যালাইনের জন্য দৌড়ে বেরিয়েছি
উপকার হয়নি লোকটার।।
নার্সের কাছে আবেদন ছিল মোর
একটি স্যালাইন ব্যাগের
জবাব শুনে কানে তালা পড়েছে
ইচ্ছে করছে হাসপাতাল ত্যাগের।
৪৯ বেডের দখল যুদ্ধে ৬৮ যখন রোগী
আতুর ঘোঁচের ডাক্তার আমি
মনের জ্বালায় ভূগী।
শুনেছি হাসপাতালে
সবই নাকি রয়েছে সাপ্লাই
ইনচার্জের নিকট ব্যর্থ হয়েছে
আমার আকুল অ্যাপ্লাই।
খালি নাই নাই শুনতে শুনতে
ইচ্ছে করছে পালাবার
রোগীর স্বজন রেগে গিয়ে
করছে আমায় তিরষ্কার।
দোষ কি আমার বলেন তো স্যার
আমি নতুন ডাক্তার
রোষানলে পড়ে মরলে তবে
ব্যবস্থা কি নেবে সরকার।
উপরে নিচে দোষে ভরা জাতি
দেখায় একে অপরকে
ধরলে পড়ে ধরা খাবে সবে
বাদ যাবে না পরিচালকে।
এমন আজব হাসপাতালের
আমি নতুন ডাক্তার
রোগী দেখে দেখে কাগজ ভরালেও
তৃষ্ঞা মেটে না ভোক্তার।।
দিচ্ছে না কে দেখছে না কে
বুঝেছি কাল সবই
আপন জ্বালার কষ্ট বোঝাতে
সেজেছি আজ কবি।।
এতক্ষণে বুঝি জান গেল তার
ভাগ্যহারা লোকটার
মনটা কাঁদে ফুঁপে ফুঁপে কাঁদে
আমি নতুন ডাক্তার।।
ঠিকাদার থেকে মন্ত্রী আজ
একে অপরকে দেখায়
এক লাখ টাকার আইসিইউ বেড
কেমনে মেলে তেঁইশ লাখ টাকায়।।
উদাহরণের সাথে প্রশ্ন যদি
জুড়ে দিতে থাকি
স্তব্দ জবান পড়বে কাফন
মেলে বড় আঁখি।।
আমি নতুন ডাক্তার।