পাবো না জেনেও ক্লান্তি হীন তোমাকেই খোঁজা,  
নীল বিষাদে মোড়ানো স্মৃতির শহরময়।
যার প্রতিটি অলি-গলি-রাস্তা
আমি ও আমার অস্তিত্ব জানান দেয়।
আর তোমাকে আড়াল করেছ তুমি কি নিখুঁত নিপুন উপায়।
অথচ এ শহর আমাদের হওয়ার কথা ছিল,
এখন আমি কোথায়? তুমি কোথায়?

কখনো কখনো খুঁজে পাওয়া ঠিকানাও গুরুত্ব হারায়,
গুটিয়ে যাওয়া মানুষ, যার কাছে ভরা জোছনাও আমাবস্যা মনে হয়।
হৃদয় ধ্বংসাবশেষ পড়ে থাকে নীরবে,
প্রাচীন সভ্যতার ন্যায়,
যদিও জানি-
এ ভাঙা হৃদয় পড়ে না কোনো সভ্যতায়,
আর আবিস্কৃত হবেও না কোন প্রত্নতাত্ত্বিকের ছোঁয়ায়।

কেবলই দীর্ঘশ্বাস থেকে যায়,
ঠিকানার ভুলে সত্যি কি মানুষ হারায়?