সুখের আকাশ পুরোটা তোমাকে দিয়ে
দুঃখের মেঘ সবটাই আমার করে, হারিয়ে যাওয়া
হাজার মাইল দুরে, শুধুই একলা একা।
তোমার ভালো থাকাটাই যেখানে আমার ভালবাসা
না হয় হোক আমার চোখের নোনাজলে এক মহাসিন্ধু।
ভালবাসা বাঁচুক আমার বুক জুড়ে, তুমি হও কেবলই সুখী
পরাজয় মেনে নিয়ে আমি, ভালবাসাকে রাখলাম জয়ী।