প্রেম অথবা ভালবাসা, যে অঙ্কুরিত মানব হৃদয়ে
তাকিয়ে তোমাতে-আমাতে খুঁজি তারে যার যার আঁখিদ্বয়ে।
চাঁদ রূপালী, জোছনার জল কে দেখেছে ক'দিন প্রেম ছাড়া?
নীল আকাশে শঙ্খচিল, সাদা মেঘের ভেলা সবই ওখানেই দেখা,
রংধনুর সাত রঙ প্রজাপতির পাখায়, কেটেছে কি আঁচড় মনে আগে?
সত্যি করেই বলি কৃষ্ণকলি সেই মেয়েকেই মায়াবতী লাগে।
অচেনা চিরচেনা, কত পর আপনজন চোখের মায়ায় হয়ে যায়।
মৃত্তিকা টানে বৃষ্টি হয় মেঘ, নেমে আসে ধরায় তীব্র প্রেমও ময়তায়।
ভালবাসার মায়ায় ভালবাসা, জীবন যেন বহতা নদী ছুটে চলে মোহনায়,
কামনায় মোহ বাড়ে, প্রেমে চাওয়া পাওয়া, পরিপূর্ণ সব ভালবাসার ছোঁয়ায়।
হাজার না বলা কথা, তাকালে চোখে সকলই হয়ে যায় বলা,
অনুভবে অস্তিত্ব অনুভূত যেন পায়ে পায়ে একসাথে চলা।