তোমার কি আদৌও ইচ্ছে ছিলো, আমাদের ফিরে আসায়?
যেমন করে ফিরে চাঁদ, রাত, হেমন্ত, শীত, বসন্ত  আর
পাখি'রা নীড়ে ফিরে গোধূলি বেলায়।
আমি জড়বস্তু কে স্বাক্ষী রাখিনি, কি লাভ?
বকুলের গাছ, আকাশ, চন্দ্র কিংবা বাতাস,
আমি কি ফিরে পাবো? হারানো সে সময়!
আমি বিধাতা'র কাছে কিছুই বলিনি, শুধু
ফরিয়াদ জানিয়েছি সে যেন ভালো থাকে,
আমার মতন!!
আমি?
ভালো আছি!
আমি আছি,
চৈত্রের আউশ ধানের জমির মতন।
আমি আছি,
আমাবস্যার রাতের পেঁচা'র মতন।
আমি আছি,
পৌষের রাতের সেই কালো পাথরের মতন,
যার শীতলতা হাড় হিম করে দেয়।
আমি আছি,
পরিত্যক্ত কোন এক শহরের মতন,
যা আর কখনো আবিষ্কৃত হবে না।

তুমিও ভালো থাকো বন্ধু আমার মতন!!!