সময়ের বিবর্তনে চাঁদেরও দুরত্ব বাড়ে,
ছোট্ট বেলার "বাঁশ বাগানের মাথার উপর চাঁদ"!
এখনো কি মাথা ছুঁয়ে যায়?যায় না,
এই শহরে সর্বদাই চাঁদে আমাবস্যা,
ল্যাম্পপোষ্ট ক্রমশ হয়ে ওঠে নিয়ন চাঁদ।
চলে যাওয়া প্রায় সব কিছুই ফিরে আসে
এই যেমন চাঁদ ও রাত।
তুমি আর সময় এমন কেন?
একবার চলে গিয়ে আর ফিরে আসো না।
তুমি কি তাহলে বিবর্তনের হাত ধরে ছাড়িয়েছ সীমানা?
আমি মৃত্তিকা হয়ে বুক পেতে রই বকুলের ঝরে পরার অপেক্ষায়,
তুমি কাঁঠালচাঁপার গন্ধ হয়ে মিলিয়ে গেছো নিমিষেই।