স্বর্গ আমি দেখেছি এই ধরাতে তোমার মাঝেই,
তাই তোমারি আরাধনা মন মন্দিরে সকাল সাঝেই।
এসো তুমি মায়াবিনী মায়াবতী এই মন মন্দিরে,
আমার সমস্ত চাওয়া-পাওয়া শুধু তোমায় ঘিরে।
নীলিমার নীল থেকে নীল নিয়ে পড়াবো টিপ ঐ কপালে,
চাই না পৃথিবীর সুখ, রেখো আমায় তুমি তোমার আঁচলে।
তোমায় রেখেছি খুব যতনে আমার এই বুকের পাঁজরে ।
সব পাখি ফিরে নীড়ে গোধূলি বেলা ভালবাসার মায়ায়,
আমার সকল ক্লান্তি হবে অবসান, তোমার একটু খানি ছোঁয়ায়।
তুমি ছুঁয়ে দিলে ধন্য জনম, বিরহে আমি যাই পুড়ে।