সাগর বলো, মহাসাগর বলো আর বলো নদী
মূল্য রবে কি জল না থাকে যদি?
আমার পৃথিবী তোমায় ঘিরে,
কি থাকবে বলো, চলে যাও যদি দুরে?
ও প্রেয়সী, হৃদয়ের রানী, তুমি, তুমিই সব।
তুমি হীনা নেই কিছু আমার, নিথর নিরব।
তুমি থাকলে পাশে ভয় নেই কভু মরণে।
বেঁচে আছি আমি সেতো তোমারই কারণে।
তোমার নিয়ে সাজাতে চাই সুখেরও বাসর,
ভালবাসার বিনিময়ে ভালবাসো,
হয়ে যাও তুমি আামার।
---------------------------------------------
০১/০৬/২০১৮ইং
উৎরাইল, শিবচর, মাদারীপুর