তোমার জন্য রাত হবে আরো জোৎস্নাময়।
পূর্নিমার চাঁদ হারাবে আধারে, যদি তোমার দেখা না  পায়।

তোমার জন্য তপ্ত মরু সাজবে সবুজ অরণ্যে,
উত্তাল সাগর হবে শান্ত সেও তোমারি জন্যে।

নীল আকাশ মাতবে আরো নীলিমায়,
লজ্জাবতী হবে আরো লজ্জাতে লাল, যদি তোমার ছোয়া পায়।




---১২/০৫/২০০৮ইং
সিলেট, বাংলাদেশ