তোমার উপস্থিতি, ধমনীতে রোহিত কণা চাপ বাড়ায়
দ্রুতগামী শ্বাস-প্রশ্বাস স্নায়ুযন্ত্রে তোমার ছোঁয়ায়।
আশেপাশের আলো উপেক্ষিত তোমার চোখের মায়ায়,
স্পর্শে ভালবাসা অনুভূত, অধরে অমৃত প্রেম পিপাসায়।
হাজার বছরের ক্লান্ত আমার হৃদয়, তোমাতেই পরিশ্রান্ত
তুমি হাসলেই ভুলে যাই ব্যথা যত, বাহুডোরে সুখ অনন্ত।
ও আঁচল জুড়ে যে ভালাবাসা পাইনি যা কভু এর আগে
অাঁধারে ডোবা অন্ধকার আমি, আলোয় বাঁচার স্বাদ জাগে।