চলো, হাঁটি তুমি আর আমি,
দিগন্ত জোড়া ঐ পদ্ম বিলে নামি।
পদ্ম ফুল হাসছে দেখো কেমন,
মায়া ভরা মুক্তো ছড়ানো তোমার হাসি যেমন।
"পদ্ম ফুল এতো লাল''!
আমার ভাষায়, তোমার অধর কম কিসে।
"ধুর ছাই! তোমার সব কিছুই বেশী বেশী",
আমার কথা সবই কি মিছে?
"জানি না, তবে সবাই এমন করে বলে না"।
তারা তো আর তোমায় আমার মতন ভালবাসে না।
মেঘ কাজল চুল, হরিণ টানা চোখ, অমৃত ঠোঁট
তোমার ইশ্ কথাটাও হৃদয়ের খুব কাছাকাছি পৌছায় চোট।
আকাশটাকে আমার খুব কাছ থেকে দেখার ইচ্ছে খুব,
অসীম আকাশ নয় সে হাতের মুঠোয়,
তোমার চোখের গভীরে তার অনুভব।
আমি হারাই নিলীমায়, ভাসি ভালবাসার ভেলায়,
ইচ্ছে, তোমার বাহুডোরে যেন জনমের ঘুম ঘুমায়।
বাঁশ বাগানের ঠিক মাথার উপর চাঁদ,
খুব ক্লান্তিতে আমার মাথা খুজবে তোমার কাঁধ।
তুমি তোমার রেশম কোমল হাতে নিও জড়িয়ে,
ভালবাসার প্রতিযোগিতায়
প্রতিনিয়ত নিজেই নিজেকে যেতে চাই ছাপিয়ে।
কুয়াশা জড়ানো কোনো ভোরে তোমার বুকে উষ্ণতার তরে,
ভালবাসার শত শত বৃষ্টি নামুক তোমার আঁচল ভরে।
শিশির বিন্দুতে সোনা রোদ খেলা করে গভীর মমতায়,
পূর্ণিমায় চাঁদ ফিরে ফিরে আসে, যে ডুবে প্রতি আমাবস্যায়।
তোমার আলোয় আলোকিত আমার ভুবন, আমার আকাশ,
আমার আমিত্ব হারিয়েছি তোমাতে, তোমাতেই আমার বসবাস।