বারান্দায় রোদ্দুর,
মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ক্যাকটাস
কিংবা ঝুলে থাকা অর্কিড,
গ্রিলের পাশ ঘেঁসে অপেক্ষারত আরাম কেদারা,
অথবা ধোঁয়া তোলা মগ ভর্তি কফি,
তুমি নাই, তাই হাত ছুঁয়ে যায় নিকোটিন।
চাঁদ ভালবাসি! সে-রকম কিছু নয়,
জেগে থাকা তাই জোছনায় ভাসি।