আমি হারিয়ে যাই তোমার চোখ সমুদ্রের গভীরতায়,
দেখো ঐ আকাশ আর সাগর মিশেছে এক সীমানায়।
আকাশের নীল জড়িয়ে সেজেছে সাগর নীল নীলিমায়
আমাকে হারিয়ে আমি খুঁজি তোমার চোখের তাঁরায়।
তবে এসো এবার হাত ধরো এক হই তুমি আর আমি
তারপর ভেসে চলা অনন্তকাল ধরে ভালবাসায় নিরবধি।