ভালবেসে দুঃখ পাবো এই যদি হয় সত্যি,
তবে তুমি কেন সুখে?
ভালবেসে আমি একাই গেছি পুড়ে,
নরকের আগুন জ্বলছে আমার বুকে।
তবে তুমি কেন সুখে?
ভালবাসা, সেতো আমি-তুমি দু'জন মিলে।
তবে কেন আমি একা ভাসালাম তরী চোখের জলে?
পূর্নিমা রাত, সেতো চাঁদ-আকাশ মিলে যদি,
তবে কেন জোছ্না না দিয়ে আঁধার করেছ আমার পৃথিবী।
সুখের নীড়ে সুখেই তুমি
কষ্ট বুকে অষ্ট প্রহর এইতো আছি আমি।
--২৪/০২/২০০৫ইং
উৎরাইল, শিবচর, মাদারীপুর