তোমার দেয়া ঠিকানা আজও পাইনি খুঁজে, তাই খুঁজি রোজ।
তুমি চাইলেই হয় যোগাযোগ, তোমার ইচ্ছেতেই এই শহরে তুমি নিখোঁজ।

হারালে যায় পাওয়া, তারে পাবো কি করে যে নিজেই যায় নিরুদ্দেশে?
তুমিহীনা শূন্য আমি, পরবাসী হয়েছি আজ নিজ আকাশে।

শূন্যতায় পরিপূর্ণ আষ্টেপৃষ্টে জীবন, সব থেকেও যেন নেই আজ কিছু।
আলো তুমি! আলোয় আলোকিত হবো, আলো নয় হেঁটেছি আলেয়ার পিছু।

সাহারায় জল নয় যা দেখি মিথ্যে মোহ কেবলই সব মরীচিকা,
একসাথে থাকার প্রতিশ্রুতি! শুভংকরের ফাঁকি সকল,  আদতে আমি একলা একা।

কি করিনি আমি, যাইনি বলো কোথায়,
সব ঠিকানায় সবই বিদ্যমান শুধু তুমি ছাড়া।  
অতঃপর বলছি তোমায়, আছো কি তুমি? আমি ছন্নছাড়া।