যদি কখনো আবার ফিরে পেতে চাই তোমায়,
যদি কখনো আবার স্বপ্ন সাজাতে চাই দুর নীলিমায়,
রাখতে চাই হাত, তোমার হাতে
যদি হারাতে চাই কোন জোছ্না রাতে ।
দেবে কি দেবে তুমি ফিরিয়ে আমায়?
সেই তেঁতুল বনের জোছ্না,
আমায় ভেবে তোমার কান্না।
আর কি ফিরে পাবো না,
চলতে চলতে একই ভুলে তুমি আমি একই মোহনা ।
তবে কি আর দেখতে চাইবো না তোমায়?
সেই পঞ্চমীর চাঁদ যে গিয়েছিল ডুবে গত আমাবষ্যায়
সেও কিন্তু ফিরেছে আবার এই পূর্ণিমায় ।
তবে নয় কেন, তুমি আর আমি?
ভুল কিন্তু মানুষই করে,
ক্ষমা কিন্তু তাই ।
যে ক্ষমাতে তুমি আর আমি একই ঠিকানায়।
যেমন করে বাবুই ঝুলে একই বাসায়।
তুমি যদি হও শিউলী, তবে আমি বকুল।
দু’জনাই ঝড়ে পড়ি একই বিছানায়।
তুমি যদি জড়ো সকালে, আমি বিকেলে
তবুওতো দু’জনের ঝড়ে পড়া।
এসো সব ভুলে আবার স্বপ্ন সাজাই
এক পৃথিবীতে এক হয়ে যাই ।