হাজার, লক্ষ, কোটি মানুষ! তারপরও কেউ কেউ একা।
তাদের একলা আকাশ, একলা চাঁদ দেখা।
কাছের মানুষ অনেক, কেউ নয় আত্মার আত্মীয়।
অনেকই ভাল সে বাসে, সে নয় কারো প্রিয়।
সুখের হাসি সবাই হাসে, দুঃখে নেই কেউ পাশে।
ভাটির টানে যায় চলে, জোয়ারে পলি না আসে।
একলা আপন, একলা জীবন, হাজার মানুষের ভিড়ে।
দিন শেষে শুধু দীর্ঘশ্বাস রয় পড়ে ...................