সাগরের জলে পা ভেজালেই কি হয় সমুদ্রস্নান?
তাহলে তো আমি বলতেই পারি!
আমার মতন আর কেউ, তোমায় ভালবাসে না।
কারণ তোমার চোখ আমার চোখের সীমানা
অতিক্রম করেছে অজস্র বার।
সত্যিই আমার প্রেম, তোমার প্রতি মিথ্যে ছিল না।
আমি সেই নাবিক! যে ঐ মহাসাগরের গভীরতায়
মৃত্যুর অস্ত্বিত্ব আলিঙ্গন করেছি বহুবার।
তুমি পা দিয়ে ছুঁয়ে দাও সমুদ্র জলে,
আর আমি সুখ খুঁজি ছেঁড়া পাল, ভাঙ্গা মাস্তুলে।
নোনাজল মিশে যায় নোনাজলে অতি সঙ্গোপনে,
কি করে যায় বোঝা? কোনটা সাগর আর
কোনটা গড়িয়েছে চিবুক ছুঁয়ে অনাদরে।
গোধূলির মেঘেরা যাচ্ছে ফিরে, পাখি, সূর্য
আমি অপেক্ষায়, আসুক দীর্ঘ অমাবস্যা।
অতঃপর সব শেষ হয়, অমোঘ নিয়তির টানে।
কেবল জানবে কেউই, একটা পাখি আজও ফিরেনি
যে ফিরতে চেয়েছিলো জোড়ায়, কারো নীড়ে।