যদিও ফিরে আসা চাঁদের জোছনায় আলোকিত হয় রাত,
কিন্তু পিছনে ফেলে আসা সময়ের একটা নাম থেকে যায়, অমাবস্যা।
চলে যাওয়া সময় ছেড়ে আসা স্টেশনের মতন ক্রমশ অস্পষ্ট হয়,
দুরত্বের দেয়াল যদি একবার অস্তিত্ব জানান দেয়,
ভালোবাসা সেখানে সংকটময়।
কত রাত চন্দ্র বিহীন, কত দিন তুমি হীন যাচ্ছে চলে বিবর্ণ দিন,
আমি আজও সেইসব প্রহরের অপেক্ষায় যা ছিল আমাদের রঙিন।
চাঁদের প্রভাবে জোয়ার-ভাটা বদলে গেলেও তুমি অবিচল,
কি অদ্ভুত মিল! একই রকম নোনা, চিবুকের নদী আর সাগরের জল।
সুপারি বাগানের মাথা ছুঁয়ে যাওয়া গোধূলি পাখিদের ডাকে নীড়ে,
প্রেমহীন দেহাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে পরিত্যক্ত শহর জুড়ে।
নিয়ন বাতির এই ধূসর রাস্তায় সব রঙ নিজস্বতা হারায়,
অথবা নিকষ কালো অন্ধকারে মিলিয়ে যায় কতশত মেঘ
আর হেরে যাওয়া হৃদয় ..........