আর কতটা কষ্ট পেলে তোমার যোগ্য আমি হবো?
আমি ততোটা কষ্ট পেতে চাই, হিমালয় নিয়ে বুকে।
তবুওতো তোমার যোগ্য হবো।
আর কতটা দূরে গেলে তোমার কাছে আসা যাবে?
আমি ততোটা দূরে যেতে চাই, সাত সাগরের ওপারে।
তবুওতো তোমার কাছে আসা হবে।
আর কতটা দুরত্ব বজায় রাখলে তোমাকে স্পর্শ করা যাবে?
আমি ততোটা দুরত্বে যেতে চাই, উত্তর-দক্ষিণ মেরু।
তবুওতো তোমার স্পর্শ পাওয়া যাবে।
আর কতটা আগুনে পুড়লে তোমার হাত ধরা যাবে?
আমি ততোটা আগুনে পুড়বো, হাতে আগ্নেয়গিরি।
তবুওতো তোমার হাতে হাত রাখা হবে।
আর কতটা বিষ পান করলে তোমার অধরের অমৃতের স্বাদ আমি পাবো?
আমি ততোটা বিষ পান করবো, বিষময় নীলে নীল।
তবুওতো তোমার অধর মিলবে আমার অধরে।
আর কতটা জলে ডুবলে তোমার হৃদয় সাগরে ভাসতে আমি পারবো?
আমি ততোটা জলে ডুবতে চাই, সাগর অতলে।
তবুওতো তোমার হৃদয় সাগরে ভাসবে আমার তরী।
আর কতটা আঘাত পেলে তোমাকে ভালবাসা যাবে?
আমি ততোটা আঘাত পেতে চাই, ভেঙ্গে টুকরোটুকরো।
তবুওতো তোমাকে ভালবাসা আমার হবে।
তুমি যা চাইবে, তাই হবে।
শুধু তোমাকেই চাই।
শুধুই তোমাকে।
এবং তোমাকে।
অতঃপর তোমাকেই।
--০৮/০৯/২০০৫ইং
উৎরাইল, শিবচর, মাদারীপুর