শিরোনামহীন কবিতা তুমি, খুঁজি তোমায় কি নামে?
ভুল সওদায় পাহাড় কিনেছি আমি নদীর দামে।
মনের মানুষ যেই জন, বসতি যার মনের ভিতর,
সেই মানুষই জানে না মনের কি খবর?
কখন পুড়েছে মন, কখন হয়েছে পর?
অশ্রুজলে হয় সমুদ্র! বড্ড বেশি নোনা,
চিবুকের স্রোত নদী হলেও আসলে নাম তার কান্না।
যাপিত জীবন আমার নয় তো কোন গল্প কিংবা উপন্যাস,
শ্বাস-প্রশ্বাস যেখানে পরিমিত, বিলাসিতা সেখান দীর্ঘশ্বাস।